উয়েফা নেশনস লিগে আজ রাতে ইসরায়েলের বিপক্ষে ফ্রান্সের ম্যাচ। কিন্তু নিয়মিত অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে নেই। এমন নয় যে চোটের কারণে এমবাপ্পে খেলার বাইরে। শতভাগ ফিট না থাকলেও গত শনিবার রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগায় খেলেছেন এই ফরোয়ার্ড। প্রশ্নটা উঠেছিল তাই জোরেশোরেই, খেলার মধ্যে থাকলেও জাতীয় দলের ম্যাচে এমবাপ্পে নেই কেন?
এ বিষয়ে রিয়াল মাদ্রিদের কাছ থেকে চাপ বা এমবাপ্পে নিজেই খেলতে চাননি বলে গুঞ্জন আছে। তবে তা উড়িয়ে দিয়েছেন দিদিয়ের দেশম। ফ্রান্সের কোচ বলেছেন, এমবাপ্পেকে সামনের দুটি ম্যাচের দলে তিনি নিজেই নেননি। সিদ্ধান্ত একা তাঁরই। এমবাপ্পেহীন ফ্রান্স এ মাসে উয়েফা নেশনস লিগে ইসরায়েলের পর বেলজিয়ামের বিপক্ষে খেলবে।
এমবাপ্পে গত মাসে রিয়ালের হয়ে খেলার সময় ঊরুতে চোট পেয়েছিলেন। তবে গত বুধবার চ্যাম্পিয়নস লিগে লিলের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফেরেন। এরপর শনিবার লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে বদলি হওয়ার আগে ৭১ মিনিট মাঠে ছিলেন।
চোট কাটিয়ে ফেরা এমবাপ্পে এরই মধ্যে দুই ম্যাচ খেললেও ফ্রান্সের নেশনস লিগের ম্যাচের স্কোয়াডে রাখা হয়নি তাঁকে। কারণ হিসেবে এমবাপ্পেকে শতভাগ ফিট হওয়ার সুযোগ দেওয়ার কথা বলেছিলেন দেশম। ফ্রান্স কোচ এমনও বলেছিলেন, ‘ভুলে গেলে চলবে না একজন খেলোয়াড়কে বেতন দেয় তাঁর ক্লাব, ফেডারেশন নয়।’
No comments: